Recents in Beach

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম ।

 

   

১। গৌতম বুদ্ধের জন্ম হয় ৫৬৬ খ্রিস্ট পূর্ব, নেপালের তরাই অঞ্চলে, কপিলা বস্তু রাজ্যের লুম্বিনি উদ্দানে।

২।গৌতম বুদ্ধের পিতার নাম-- শুদ্ধধন।

৩। গৌতম বুদ্ধের মাতার নাম ও মাসির নাম-- মা-- মায়াদেবি,  মাসি-- গৌতমি।

৪।গৌতম বুদ্ধের বংশের নাম-- শাক্য বংশ ।

৫। গৌতম বুদ্ধের পুত্রের নাম -- রাহুল 

৬। গৌতম বুদ্ধের প্রকৃত নাম -- সিদ্ধার্থ , তথাগত-- শক্যমুনি

৭। গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন -- পিপুল বা অশ্বথ গাছের নীচে ।এক মাস মতান্তরে ৪৯ দিন।

৮।  গৌতম বুদ্ধের  দীক্ষা গুরুর নাম-- আলারা কালামা।

৯।গৌতম বুদ্ধ প্রথম যে  ধর্ম প্রচার করেন তার নাম-- ধর্মচক্র।

১০। গৌতম তপস্যার পরে বুদ্ধদেব নামে পরিচিত হয়।

১১। বুদ্ধ কথার অর্থ জ্ঞানী ।

১২। গৌতম বুদ্ধের গৃহ ত্যাগ করার ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়।

১৩। গৌতম বুদ্ধের দেহ ত্যাগ করার ঘটনা কে মহাপরিনির্বাণ বা নির্বাণলাভ বলা হয়।

১৪। প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন-- বিম্বিসার, প্রসেনজিত, অজাতশত্রু ।

১৫। গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে ৪৮৬ খ্রিস্ট পূর্বে গোরক্ষ পুরের কুশিনগরে দেহ ত্যাগ করে।

১৬। বৌদ্ধ সংস্কৃতি ও চিত্রের নিদর্শন পাওয়া যায় অজন্তা গুহায়। 

১৭। গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কথা লেখা আছে জাতক নামক গ্রন্থে যেটা মৌর্য যুগে লেখা হয়।

১৮। শাক্য বংশে জন্মানোর জন্যে গৌতমকে শাক্যসিংহ বলা হয়।

১৯। গৌতম বুদ্ধ যে আটটি পন্থার কথা বলেছিলেন এক সঙ্গে অষ্টাঙ্গিকমার্গ বলে।

   আটিটি মার্গ হল ঃ সৎকর্ম , সতবাক্য , সৎদৃষ্টি , সৎসংকল্প , সৎজীবন , 

                                    সৎস্মৃতি , সৎচেষ্টা ও সাম্যক সমাধি।

২০। গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন নৈরাঞ্জনা বা ফ্লগু নদীর তীরে ।

২১। বুদ্ধ ধর্ম যারা প্রচার করেন তাদের কে ভিক্ষু বলা হয়।

২২। মোট চারটি বৌদ্ধ সম্মেলন হয় ( রাজার শালি পাটালি খাই)

       রাজার--- রাজগৃহ , শালি-- বৈশালী , পাটালি-- পাটলিপুত্র , খাই-- খাইবার গিরিপথ                         ( কাশ্মির)

২৩। কনিস্কের সময় চতুর্থ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় হীনযান ও মহাযান।

২৪। বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থের নাম -- ত্রিপিটক ।

২৫। বৌদ্ধ ধর্ম গ্রন্থ গুলি পালি ভাষায় লেখা।

২৬। গৌতম বুদ্ধের রথের নাম -- চানহা ( channha)

২৭। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম-- কন্থকা


Post a Comment

0 Comments