ভারতের জাতিয়তাবাদের উন্মেষের কারণ সমূহ (Causes for Growth of Nationalism in India


  1.পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারা

  আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা ভারতের জাতিয়তাবাদের বিকাশে বিশিষ্ট ভূমিকা পালন করেছে। ইংরেজরা প্রাশসনিক স্বার্থে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করলে ভারতের ইংরেজি শিক্ষিত ব্যক্তিরা ইউরোপের উদারনয়তিক মতবাদ, মানবতাবাদ, যুক্তিবাদ, জাতিয়তাবাদ ইত্যাদি ভাবধারার সঙ্গে পরিচিত হন। ইউরোপের গনত্নত্র, স্বাধীনতা, সাম্য, সমাজতন্ত্র ইত্যাদি আদশ শিক্ষিত ভারতবাসিদের চিন্তাকে সমৃদ্ধতর ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে তুলেছিল।তার ফলে এই সব ভাবাদশ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার করেছিল। ধীরে ধীরে ভারতবাসীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুধে সচেতন হয়ে জাতীয় আন্দোলন  গড়ে তুলেছিল।